| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল মুফতী আহমাদুল্লাহ ও মুফতী হাসানের ইন্তিকালে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের শোক


মুফতী আহমাদুল্লাহ ও মুফতী হাসানের ইন্তিকালে খেলাফত আন্দোলন ঢাকা মহানগরের শোক


3     14 September, 2025     08:17 PM    


পটিয়া মাদরাসার শাইখুল হাদীস ও সদরে মুহতামিম মুফতী আহমাদুল্লাহ এবং আল-মারকাজুল ইসলামী বাংলাদেশের সাবেক সেক্রেটারি জেনারেল মাওলানা মুফতী মুহাম্মদ হাসানের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ খেলাফত আন্দোলন ঢাকা মহানগর আমীর মাওলানা মাহবুবুর রহমান ঢাকুবী। 

রোববার (১৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে মাওলানা মাহবুবুর রহমান ঢাকুবী এই শোক প্রকাশ করেন। 

‎তিনি বলেন, তাদের ইন্তিকালে জাতি দুই অভিভাবক হারিয়েছে। যাদের শুন্যতা সহজেই পূরণ হওয়ার নয়।

গভীর শোক প্রকাশ করে তিনি আরও বলেন, তাদের ইন্তিকালে পুরো জাতি যেন একসাথে দুই অভিভাবককে হারাল। তাদের শুন্যতা সহজে পূরণ হওয়ার নয়, কারণ তারা যে অবদান রেখে গেছেন তা সময়, ইতিহাস ও প্রজন্মের পর প্রজন্ম ধরে স্মরণীয় হয়ে থাকবে। ইলমে দ্বীনের খেদমতে তাদের আত্মনিয়োগ চিরস্মরণীয় হয়ে থাকবে।

‎তিনি মারহুমদ্বয়ের মাগফিরাত কামনা করেছেন এবং তাদের শোকাহত পরিবার, হিতাকাঙ্খী ও শুভাকাঙ্ক্ষীদের  প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।